• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

গায়েবানা জানাজা শেষে ৫ দাবি জবি শিক্ষার্থীদের


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪, ০৩:১৮ পিএম
গায়েবানা জানাজা শেষে ৫ দাবি জবি শিক্ষার্থীদের
গায়েবানা জানাজা। ছবি : প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। জানাজা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৫ দফা দাবি উত্থাপন করেন তারা।

বুধবার (১৭ জুলাই) দুপুর আড়াইর দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গায়েবানা জানাজা নামাজ পড়েন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নুরনবী নামের এক শিক্ষার্থী  বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৫ দফা দাবি উত্থাপন করেন।

দাবি হলো,
১. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে
২. ছাত্রীদের নিরাপত্তা দিয়ে হল খোলা রাখতে হবে
৩. আহত শিক্ষার্থীদের খরচ বহন করতে হবে
৪. ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয়ের বাস সেবা দেওয়া বন্ধ করতে হবে
৫. মেসে যেসব শিক্ষার্থী থাকেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Link copied!