• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

জবিতে ছাত্র অধিকার পরিষদের ৪ দাবি


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৮:৫৩ পিএম
জবিতে ছাত্র অধিকার পরিষদের ৪ দাবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নতুন কমিটিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীলতা বন্ধ ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণে ৪ দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ।

সোমবার (৩০ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্র-অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব ও অর্থ সম্পাদক মুহীন ফিল আল আমিন স্বাক্ষরিত একটি আবেদনপত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর প্রদান করা হয়।

আবেদনপত্রে বলা হয়, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্প্রতি ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার কমিটিকে কেন্দ্র করে বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং তার ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা প্রত্যেক শিক্ষার্থীর ন্যায্য অধিকার। কিন্তু বর্তমানে রাজনৈতিক প্রভাব এবং সংঘাতের কারণে আমাদের এই মৌলিক অধিকার ব্যাহত হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তাদের দাবিগুলো হলো-

১. রাজনৈতিক অস্থিতিশীলতা বন্ধ : বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক সংঘর্ষ এবং উত্তেজনা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।

২. নিরাপদ ক্যাম্পাস : শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সহনশীল ও শান্তিপূর্ণ ক্যাম্পাস নিশ্চিত করুন।

৩. শিক্ষা কার্যক্রমে বাধা দূর করা : যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড যেন একাডেমিক কার্যক্রমে বাধা সৃষ্টি না করে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নিন।

৪. ছাত্র অধিকার সুরক্ষা : শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ নীতি গ্রহণ করুন।

জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, “ক্যাম্পাসে রাজনৈতিক অস্থিতিশীলতা শিক্ষার অন্তরায় কিন্তু আমরা তা বাস্তবায়ন হতে দেব না। প্রশাসনকে বলতে চাই আপনারা রাজনৈতিক কর্মীবান্ধব না হয়ে শিক্ষার্থীবান্ধব হন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।”

তিনি আরও বলেন, “আমরা আশাবাদী যে আমাদের এই দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবেন।”

Link copied!