বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের গুণীজন সংবর্ধনা পেয়েছেন ওই অনুষদের ৩ শিক্ষার্থী। শিক্ষাজীবনের ঈর্ষণীয় সাফল্য এবং গবেষণায় স্বীকৃতিস্বরূপ সোমবার (১০ ফেব্রুয়ারি) এই সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।
সংবর্ধনা পাওয়া ব্যক্তিরা হলেন, বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ড. শাকিলা ফারুক।
পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিনের সভাপতিত্বে এবং পোলট্রি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. বাপন দের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁইয়া, অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খান, অধ্যাপক ড. খান মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মো. হারুন-অর-রশীদ এবং অধ্যাপক ড. মো. শওকতসহ অনুষদের অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা।
অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া জানান, আজকের দিনটি অত্যন্ত আনন্দের। গবেষণায় শিক্ষক-শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই ধরনের আয়োজন চলমান রাখা প্রয়োজন। পেশাগত জীবন গঠনে অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজ কাজে মনোনিবেশের মাধ্যমে অনুষদ, বিশ্ববিদ্যালয় এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে।