• ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৬

বাকৃবিতে ২ ছিনতাইকারী আটক


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০১:২৪ পিএম
বাকৃবিতে ২ ছিনতাইকারী আটক
আটক ২ ছিনতাইকারী। ছবি : প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের অভ্যন্তরে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) রাতে উপাচার্য বাসভবন সংলগ্ন ঘেঁষা ব্রহ্মপুত্র নদের পাড়ে এই ঘটনা ঘটে।

আটকদের কাছ থেকে ছিনতাই করা দেড় হাজার টাকা এবং একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন, ময়মনসিংহ সদরের কেওয়াটখালী এলাকার মো. রুমান (২০) এবং মো. রাকিব (২১)। তাদের সঙ্গে থাকা আরও দুইজন সঙ্গী পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত পুলিশের সাব-ইন্সপেক্টর মোখলেছুর রহমান।

মোখলেছুর রহমান বলেন, “শিক্ষার্থীদের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হই। বাকিরা দৌড়ে পালিয়ে যায়। আটকদের কাছ থেকে ছিনতাই করা অর্থ এবং মোবাইল উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর দুইজনকে ধরতে অভিযান চলছে।”

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

Link copied!