• ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬

শাবিপ্রবিতে ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু


শাবি প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০১:৩৭ পিএম
শাবিপ্রবিতে ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
আন্তর্জাতিক সম্মেলন। ছবি : প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের আয়োজনে ২ দিনব্যাপী ‘টেকসই সুনীল অর্থনীতির অগ্রগতিতে সামুদ্রিক পরিকল্পনা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

সম্মেলনটি আয়োজিত হয়েছে ‘সুন্দরবন ম্যানগ্রোভ ও সোয়াচ অফ নো গ্রাউন্ড সংরক্ষিত এলাকার সমন্বিত ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায়, যার সহায়তায় রয়েছে জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয় এবং বাস্তবায়নে কাজ করছে জিআইজেড-বাংলাদেশ।

দুই শতাধিক অংশগ্রহণকারী নিয়ে আয়োজিত এ সম্মেলনে অংশ নিচ্ছেন ৮টি দেশের নীতিনির্ধারক, গবেষক, সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী ও উপকূলীয় জেলে সম্প্রদায়ের প্রতিনিধিরা। সম্মেলনে ১২৩টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জার্মান দূতাবাসের ডেভেলপমেন্ট কো-অপারেশনের উপপ্রধান উলরিখ ক্লেপম্যান, বন বিভাগের ডেপুটি চিফ কনজারভেটর মো. জাহেদুল কবির, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. আশরাফুজ্জামান এবং জিআইজেডের ড. স্টেফান আলফ্রেড গ্রোনেওল্ড উপস্থিত ছিলেন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!