• ঢাকা
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩০, ২৭ শা'বান ১৪৪৬

জবিতে শিক্ষক নিয়োগে ডেমো ক্লাসসহ ১৯ দফা দাবি ছাত্রফ্রন্টের


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৫:২৫ পিএম
জবিতে শিক্ষক নিয়োগে ডেমো ক্লাসসহ ১৯ দফা দাবি ছাত্রফ্রন্টের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস সংস্কারের লক্ষ্যে শিক্ষক নিয়োগে ডেমো ক্লাসসহ ১৯ দফা দাবি উত্থাপন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করেন সংগঠনের নেতারা।

তাদের দাবিগুলো হলো- ক্যাম্পাসে সন্ত্রাস ও দখলদারমুক্ত গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয় আইনে জকসু নীতিমালা সংযোজন করে অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, হল সংসদ ও বিভাগভিত্তিক শিক্ষার্থী সংসদ নির্বাচন দিতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে।

২০২৬ সালের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসে আবাসন নিশ্চিত করতে হবে এবং আবাসন নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীদের আবাসন ভাতা নিশ্চিত করতে হবে; ক্যাফেটেরিয়ার পরিধি বৃদ্ধিসহ উন্নত পরিবেশ নিশ্চিত করতে হবে এবং ক্যাফেটেরিয়া ও ছাত্রী হলে ২০ টাকায় দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা করতে হবে; মেডিকেল সেন্টারে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

শিক্ষা ও গবেষণায় পর্যাপ্ত বাজেট নিশ্চিত করতে হবে। সকল শিক্ষার্থীর জন্য গবেষণায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে; শিক্ষক নিয়োগে গবেষণা ও অভিজ্ঞতাভিত্তিক অগ্রাধিকার নিশ্চিত করতে হবে ও শিক্ষার্থীদের সামনে ডেমো ক্লাস নেওয়ার প্রক্রিয়া চালু করতে হবে; উচ্চশিক্ষা ধ্বংসের হাতিয়ার ‘ইউজিসির কৌশলপত্র’ বাতিল করে শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করতে হবে।

প্রতিটি বিভাগে বৈশিষ্ট্যভিত্তিক একাডেমিক ল্যাব, ক্লাস রুমে প্রজেক্টর, পর্যাপ্ত বই, কম্পিউটার ও ফটোকপি মেশিনসহ আধুনিক শিক্ষা সুবিধাসহ উন্নত ইন্টারনেট সংযোগ স্থাপন করতে হবে; রেজিস্ট্রার ভবন, আইটি সেল, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরসহ প্রশাসনিক বিভাগে ডিজিটালাইজড সিস্টেম চালু করতে হবে; বিশ্ববিদ্যালয়ের সকল আর্থিক লেনদেন জনসম্মুখে প্রকাশ করতে হবে।

শহীদ সাজিদ ভবনে পর্যাপ্ত লিফট স্থাপন করতে হবে ও নারী শিক্ষার্থীদের জন্য মানসম্মত ওয়াশরুম এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষায়িত ওয়াশরুম নিশ্চিত করতে হবে; কেন্দ্রীয় লাইব্রেরি ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে ও আধুনিকায়ন করতে হবে; ক্যাম্পাসে বাসের সংখ্যা বৃদ্ধি করতে হবে ও শাটল বাসের রুট বৃদ্ধি করতে হবে; সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমের জন্য বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং নিয়মিত সমাবর্তনের ব্যবস্থা করতে হবে।

ক্যাম্পাসের সামগ্রিক পরিবেশের মান উন্নত করতে হবে; জুলাই গণঅভ্যুথানে গণহত্যার ইন্ধনদাতা ও সমর্থনকারীদের যথাযথ তদন্তপূর্বক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে; শিক্ষার্থীদের পার্ট টাইম কাজের সুযোগ করে দিতে হবে। স্নাতকোত্তর শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষক সহায়তাকারী (Graduate Teaching Assistant) নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে।

এসব দাবির পাশাপাশি সারা দেশে ধর্ষণসহ অন্যান্য অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার কারণে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ যেসব কর্মসূচি পালন করছে তাতে সংহতি প্রকাশ করেন জবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইভান তাহসিব।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!