• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬

ঢাবি ছাত্রশিবিরের ১৮ সদস্যের কমিটি ঘোষণা


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ১১:৪০ এএম
ঢাবি ছাত্রশিবিরের ১৮ সদস্যের কমিটি ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছাত্রশিবিরের লোগো। ছবি : সংগৃহীত

ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ সেশনের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৩ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের ফেসবুক পেজে ঢাবি সভাপতি এস এম ফরহাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়।

কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের বাইরে সেক্রেটারিয়েট সদস্য হিসেবে ১৫ জনকে রাখা হয়েছে।

কমিটির তালিকায় অফিস সম্পাদক মো. ইমরান হোসাইন, বিজ্ঞান সম্পাদক মো. ইকবাল হায়দার, ব্যবসায় শিক্ষা সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির, মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক নুরুল ইসলাম নূর, প্রকাশনা সম্পাদক মো. আনিছ মাহমুদ ছাকিব, ছাত্র অধিকার ও দক্ষতা উন্নয়নবিষয়ক সম্পাদক, মাজহারুল ইসলাম মুজাহিদ।

এ ছাড়া প্রচার ও মিডিয়া সম্পাদক, মু. সাজ্জাদ হোসাইন খাঁন, অর্থ সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, শিক্ষা সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন সাহিত্য ও স্পোর্টস সম্পাদক মো. মিফতাহুল হোসাইন আল মারুফ, দাওয়াহ সম্পাদক হামিদুর রশিদ জামিল, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক ছৈয়দ তানবীর হাসান জাহিন, আইন ও মানবাধিকার সম্পাদক মো. শরীফুল ইসলাম মুয়াজ, তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক করা হয়েছে আব্দুল্লাহ আল মাহমুদ।

এর আগে গত ২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সেশনের সভাপতি এস এম ফরহাদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজী আশিকুর রহমান নির্বাচিত হন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!