দেশের ১৩৫টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। তারা সবাই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ থেকে এ-সংক্রান্ত আলাদা তিনটি আদেশ জারি করা হয়। এসব প্রজ্ঞাপনে সই করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুব আলম।
নতুন দায়িত্ব পাওয়া অধ্যক্ষদের তাদের বর্তমান কর্মস্থল থেকে ১৭ এপ্রিলের মধ্যে অবমুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তারা অবমুক্ত না হলে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।