রাজধানীর ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। বর্তমানে ঢাকা কলেজ ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে ৯টার দিকে ঢাকা কলেজে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন নিউমার্কেট জোনের এসি ফারুক মো. শরিফুজ্জামান।
জানা যায়, ঢাকা কলেজের ছাত্রাবাসের দক্ষিণ ব্লক ও উত্তর ব্লকের মধ্যে উত্তেজনা বিরাজমান ছিল। শনিবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ ব্লকের আল-আমিন নামের এক শিক্ষার্থীকে রাত সাড়ে ৮টায় ক্যাম্পাসের ভেতরে দক্ষিণ ব্লকের কিছু শিক্ষার্থী মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে দুগ্রুপই দেশীয় অস্ত্র, লাঠি, রড, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ইটের আঘাতে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির এক সদস্য আহত হন। এ সময় ১০টির মতো ককটেল বিস্ফোরণ ঘটে।
এর আগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ক্যাফেটেরিয়ায় খাবার খাওয়ার পর টাকা না দিয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ছাত্রলীগকর্মী ও ঢাকা কলেজের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ও কলেজের নর্থ হলের আবাসিক শিক্ষার্থী শাহারিয়া হাসনা জিয়নের বিরুদ্ধে। এই ঘটনার জেরে শনিবার রাতে সংঘর্ষে জড়ায় কলেজ শাখা ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীরা।
ছাত্রলীগের একটি সূত্র বলছে, দুই দিন আগে কলেজ ক্যান্টিনে চাঁদাবাজিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনা শনিবার সাউথ ব্লকের একটি অংশ নর্থ ব্লকের ছাত্রলীগের এক কর্মীকে মারধর করেন। এ ঘটনায় পড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, “একটি ছোট ঘটনা হয়েছে কিছুক্ষণের জন্য। আপাতত পরিস্থিতি শান্ত আছে। কেন এমন ঘটনা ঘটল তা খোঁজ নেওয়া হচ্ছে। পদক্ষেপ নেয়ার মত হলে অবশ্যই পদক্ষেপ নেয়া হবে।”