• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
এসএসসির ফল

বেড়েছে পাসের হার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ১২:২৩ পিএম
বেড়েছে পাসের হার

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার এসএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। 

গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ। গত বছর এসএসসি পরীক্ষায় ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এ ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেন।

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৯১.১২ শতাংশ, সিলেট বোর্ডে ৯৬.৭৮ শতাংশ, বরিশাল বোর্ডে ৯০.১৯ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৯৬.২৭ শতাংশ, যশোর বোর্ডে ৯৩.০৯ শতাংশ, ঢাকা বোর্ডে ৯০.১২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৯৪.৭১ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৯৪.৮০ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৯৭.৫২ শতাংশ, কারিগরি বোর্ডে ৮৮.৪৯ শতাংশ ও মাদ্রাসা বোর্ডে ৯৩.২২ শতাংশ।

এবারও পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। এবার মেয়েদের পাসের হার ৯৪.৫০ শতাংশ। অন্যদিকে ছেলেদের পাসের হার ৯২.৬৯ শতাংশ।

গত বছর ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ, আর ছাত্রীদের পাসের হার ছিল ৮৩ দশমিক ২৮ শতাংশ।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!