• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

৩৮তম বিসিএস: নন-ক্যাডারে ২৭৭ জনকে নিয়োগ 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৯:৫১ পিএম
৩৮তম বিসিএস: নন-ক্যাডারে ২৭৭ জনকে নিয়োগ 

৩৮তম বিসিএসে উত্তীর্ণ হয়েও ক্যাডার না পাওয়া সুপারিশপ্রাপ্ত ২৭৭ জনকে নন-ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জনসংযোগ দপ্তর সূত্র এ তথ্য জানায়।

সূত্রটি জানায়, ৩৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পলিটেকনিক/মনো টেকনিক ইনস্টিটিউটে জুনিয়র ইনস্ট্রাক্টর (নন-ক্যাডার) পদে সুপারিশপ্রাপ্ত ২৭৭ জন শিক্ষকের নিয়োগ আদেশ জারি করা হয়েছে। 

এর আগে ৩৮তম বিসিএস থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে ৮৪৫ জন শিক্ষকের নিয়োগ আদেশ জারি করা হয় বলে সূত্র জানিয়েছে।


 

Link copied!