• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬
শাবিপ্রবি

৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ০৩:২৯ পিএম
৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা

পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া, ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগে এনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রায় ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল হান্নান মামলাটি করেন।

মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী বলেন, “শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু কাউকে হয়রানি করা হবে না। ধরপাকড়ও করা হচ্ছে না কাউকে। ওই দিনের সংঘর্ষের ঘটনায় পুলিশের অস্ত্র-গুলি গেছে, আহত হয়েছেন কিছু পুলিশ সদস্য। এগুলোর জাস্টিফিকেশন আছে। সে কারণেই মামলাটি করতে হয়েছে। নাম উল্লেখ করে মামলা হয়নি।” 

মামলার এজাহারে বলা হয়েছে, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের পদত্যাগসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করার ঘটনা ঘটে। গত রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশের কর্তব্য কাজে শিক্ষার্থীরা বাধা দেন। মামলাটি জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু খালেদ মামুন গ্রহণ করেছেন। তদন্তের জন্য থানার এসআই মো. আসাদুজ্জামানকে দায়িত্ব দিয়েছেন।

রোববার (১৬ জানুয়ারি) রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর উপাচার্য ফরিদ উদ্দিন বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। শিক্ষার্থীদের সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার মধ্যে হল ছেড়ে চলে যেতে নির্দেশ দেন।

ওই দিন উপাচার্য আরও জানান, যার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন, সেই প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজা পদত্যাগ করেছেন। তার পরিবর্তে বেগম সিরাজুন্নেসা হলের দায়িত্ব দেওয়া হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজিয়া চৌধুরীকে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও প্রশাসনিক সব কার্যক্রম চলবে।

হলে পানি, খাবার, ইন্টারনেটসহ বেশ কিছু সমস্যা নিয়ে আন্দোলন শুরু করেছিলেন শাবিপ্রবির ছাত্রীরা। এরপর দাবি ওঠে বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজাসহ প্রভোস্ট বডির পদত্যাগের। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাৎক্ষণিক সে দাবি না মানায় আন্দোলন আরও বাড়তে থাকে। শনিবার রাতে বিক্ষোভরত ছাত্রীদের ওপর হামলা চালিয়ে আন্দোলনে ঘি ঢালে ছাত্রলীগ।

Link copied!