নড়াইলের লোহাগড়ায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি।
মঙ্গলবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ফাহমিদা আক্তার বলেন, “বাঙালি জাতীয়তাবাদের কারণে ধর্ম-বর্ণের ঊর্ধ্বে গিয়ে সাম্যবাদী সমতা নিয়ে একটা রাষ্ট্র গড়ে উঠেছিল ১৯৭১ সালে। বাঙালি একটা পরিবার। যারা এই পরিবারকে ক্ষতবিক্ষত করতে চায়, তাদের ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
শিক্ষক সমিতির সভাপতি লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, “মুক্তিযুদ্ধের সময় বাঙালি পরিচয় নিয়েই বাংলাদেশ গড়েছি। তখন ধর্মে বিভক্ত ছিলাম না। তখন সবাই ঐক্যবদ্ধ ছিলাম বলে স্বাধীনতা পেয়েছি। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরও আমরা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গিয়ে বাঙালি হয়ে উঠতে পারছি না। একটা স্বাধীন দেশে সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের নিরাপদ মনে করছে না। বছরের পর বছর তারা দেশ থেকে পালিয়ে যাচ্ছে। এগুলো আমাদের জন্য লজ্জার বিষয়। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আমাদের সবার উচিত শক্ত হাতে এই সবের প্রতিবাদ করা।”
মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোতাহের হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম সেলিম, গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী, নাটক নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মহিবুর রউফ শৈবাল।