• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

প্রাক্তন ৫ শিক্ষার্থীর মুক্তি দাবি শাবি শিক্ষক সমিতির


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ০৪:৫৩ পিএম
প্রাক্তন ৫ শিক্ষার্থীর মুক্তি দাবি শাবি শিক্ষক সমিতির
শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমীন হক।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনে অর্থসহায়তার অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রাক্তন ৫ শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে শাবি শিক্ষক সমিতি।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য মানবিক সহায়তা প্রদানকারী পাঁচজন সাবেক সাস্টিয়ানদের গ্রেপ্তারের বিরুদ্ধে শাবি শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অবিলম্বে গ্রেপ্তারদের মুক্তি দেওয়ার জন্য শাবি শিক্ষক সমিতি দাবি জানাচ্ছে। একই সঙ্গে আন্দোলনে জড়িত সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা গ্রহণ না করার আহ্বান জানাচ্ছে সমিতি।

এর আগে আন্দোলনে অর্থসহায়তা দেওয়ায় গতকাল (মঙ্গলবার) প্রাক্তন পাঁচ শিক্ষার্থীকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেপ্তার করে।

আটকরা হলেন কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সাবেক শিক্ষার্থী হাবিবুর রহমান স্বপন এবং স্থাপত্য বিভাগের সাবেক শিক্ষার্থী রেজা নূর মুঈন দীপ ও নাজমুস সাকিব দ্বীপ এবং এ কে এম মারুফ হোসেন ও ফয়সাল আহমেদ।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!