সম্পাদক পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।
মঙ্গলবার (৮ মার্চ) জাবিসাসের সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে নবগঠিত এ কমিটিকে শুভেচ্ছা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্পাদক পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা নতুন কমিটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। আশা করি, সম্পাদক পরিষদের নতুন নেতৃবৃন্দ সাংবাদিকদের কল্যাণ সাধন ও অধিকার আদায়ে কাজ করবেন।
জানা যায়, দুই বছর মেয়াদি সম্পাদক পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটিতে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে সভাপতি এবং বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নতুন কমিটিতে সহসভাপতি পদে রয়েছেন নিউএজ সম্পাদক নুরুল কবীর ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, সহকারী সাধারণ সম্পাদক ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান আর কোষাধ্যক্ষ পদে রয়েছেন মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
এ ছাড়াও কমিটির পাঁচ সদস্য হলেন ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, আজকের পত্রিকা সম্পাদক ড. মো. গোলাম রহমান, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক এবং দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।