• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শাবি ভিসির পদত্যাগ দাবিতে ঢাবিতে মশাল মিছিল


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ০৭:৪০ পিএম
শাবি ভিসির পদত্যাগ দাবিতে ঢাবিতে মশাল মিছিল
ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশাল মিছিল করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো।  

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। 

এ সময় শাহবাগ থেকে শুরু করে কাঁটাবন, নীলক্ষেত, রাজু ভাস্কর্য হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে শেষ হয়। 

এর আগে বিকেলে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, “শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদের জন্য সমর্থন ও সহমর্মিতা প্রকাশ করছে। তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ সবাই করছে। কিন্তু এ দাবি বাস্তবায়নের কাজে যারা নিয়োজিত তারা তখন হাসি-তামাশা করছেন। এছাড়া ছাত্রদের এই ন্যায়সংগত দাবি কীভাবে ভূলুণ্ঠিত করা যায়, সেটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন।”

ছাত্র ফেডারেশনের সভাপতি আরও বলেন, “এ পরিস্থিতি শুধু শাবিপ্রবির চিত্র নয়, বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর চিত্র এটি। দুর্নীতি ও হামলাবাজ উপাচার্যের এখনই পদত্যাগ দাবি করছি। যারা উপাচার্যের পক্ষে কথা বলবে তারাও তার দালাল, ফ্যাসিবাদের দালাল, অগণতান্ত্রিকতার দালাল।”

একই সময়ে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে করেছে নাগরিক ছাত্র ঐক্য।

এছাড়া সমাবেশ শেষে তারাও একটি মশাল মিছিল করে। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!