• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শাবির ভিসির পদত্যাগ দাবিতে জাবিতে ‍‍`প্রতীকী অনশন‍‍`


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২, ০৫:৫৫ পিএম
শাবির ভিসির পদত্যাগ দাবিতে জাবিতে ‍‍`প্রতীকী অনশন‍‍`

সিলেটের শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে  প্রতীকী অনশন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা 'শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় চাই', 'শাবিপ্রবি শিক্ষার্থীদের পাশে জাহাঙ্গীরনগর', 'শিক্ষার্থীদের নামে অজ্ঞাতনামা মামলা দেওয়ার অপকৌশল বন্ধ হোক' ও 'শাবিপ্রবি ভিসির পদত্যাগ চাই' এমন প্লাকার্ড হাতে প্রতীকী অনশন করেন।

এর আগে বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে 'জাবি, চোখ খোলো!' শিরোনামে লিখিতভাবে বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান হয়রানি ও নারী বিদ্বেষমূলক কর্মকান্ডের অভিজ্ঞতা বিনিময় করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি বলেন, “শাবির উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে যে মন্তব্য করেছেন সেটি চরম নারী বিদ্বেষমূলক বক্তব্য। সমাজে এখনও নারীরা হয়রানি ও বিদ্বেষমূলক কর্মকাণ্ডের সম্মুখীন হচ্ছেন। তার প্রতিবাদে আমাদের আজকের কর্মসূচি।”

এছাড়া উপাচার্যের পদত্যাগ দাবিতে শাবির শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে প্রতীকী অনশন করছি বলে জানান এই শিক্ষার্থী।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!