• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শাবিপ্রবি ভিসির মন্তব্যের প্রতিবাদে জাবিতে মশাল মিছিল


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২, ০৯:২১ এএম
শাবিপ্রবি ভিসির মন্তব্যের প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের অশালীন মন্তব্যের প্রতিবাদে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে থেকে এ মিছিল বের হয়। মিছিলে অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৬তম আর্বতনের শিক্ষার্থী সুমাইয়া ফেরদৌস বলেন, “নব্বইয়ের দশকে জাবির মেয়েরা প্রথম ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়। এখান থেকেই বলা হয় ‘আমার বোন ধর্ষিত মানে আমি ধর্ষিত, ধর্ষণের বিচার চাই’। আর সেখানে শাবিপ্রবির ভিসির করা অশালীন মন্তব্য মেনে নেওয়া যায় না। আমরা এই ভিসির পদত্যাগ চাই।”

অর্থনীতি বিভাগের ৪৭তম আর্বতনের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি বলেন, “শাবিপ্রবির আন্দোলনকারীদের সঙ্গে আমরা একমত পোষণ করছি। শাবিপ্রবির ভিসি যখন জাবি শিক্ষার্থীদের নিয়ে এমন একটি মন্তব্য করতে পারেন তখন তিনি গোটা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। একারণে আমরা তার পদত্যাগ চাই। পাশাপাশি জাবি প্রশাসনকে আহ্বান জানাই শাবিপ্রবির ভিসির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন রাবেয়া বসরী তপু ও সাইমুম মৌসুমী বৃষ্টি।

সম্প্রতি শাবিপ্রবির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ জাবি ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করেছেন। তারপর থেকে বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়ে আসছেন জাবি শিক্ষার্থীরা।

Link copied!