• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শাবিপ্রবি ছাত্রীদের বিক্ষোভে ছাত্রলীগের হামলার অভিযোগ


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২, ১০:০৫ পিএম
শাবিপ্রবি ছাত্রীদের বিক্ষোভে ছাত্রলীগের হামলার অভিযোগ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রীদের বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৫ জানুযারি) সন্ধ্যা সাতটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়। তবে ছাত্রলীগ নেতারা বলেন, সেখানে কথা–কাটাকাটি হয়েছে, হামলা করা হয়নি।

শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষদের পদত্যাগ, হলের যাবতীয় অব্যবস্থাপনা দূর করে সুস্থ-স্বাভাবিক পরিবেশ নিশ্চিত এবং ছাত্রীবান্ধব ও দায়িত্বশীল প্রাধ্যক্ষ কমিটি নিয়োগের দাবিতে আন্দোলন করছেন ওই হলের ছাত্রীরা।

বিশ্ববিদ্যালয়ের ভেতরের প্রধান রাস্তা কিলো সড়কে বিকেল পাঁচটা দিকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। সন্ধ্যায় ছাত্রলীগ সেখানে হামলা চালায় বলে আন্দোলনরত ছাত্রীরা অভিযোগ করেন।

ছাত্রীরা বলেন, “আমাদের কর্মসূচি চলছিল। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আমাদের সরে যেতে বলেন। এ পর্যায়ে ছাত্রীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের বাগ্‌বিতণ্ডা হয় এবং হামলার ঘটনা ঘটে।”

প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানান, রাত ৭টা ৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা জহির উদ্দীন আহমেদ ও প্রক্টর আলমগীর কবির আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে কথা বলতে আসেন। তারা ছাত্রীদের রাস্তা থেকে সরে হলে যাওয়ার অনুরোধ জানান। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরাও সেখানে আসেন। হঠাৎ করে ছাত্রলীগের কিছু নেতাকর্মী ছাত্রীদের আন্দোলনের আশপাশে দাঁড়িয়ে থাকা বাম ছাত্রসংগঠনের কিছু কর্মী ও সাধারণ ছাত্রদের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারেন। এতে কয়েকজন আহতও হন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলমগীর কবির বলেন, “আমি সেখানে গিয়েছিলাম। ছাত্রীদের বলেছি যেন রাস্তা ফাঁকা করে তারা কর্মসূচি পালন করেন। আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক তার প্রসূতি স্ত্রীকে মাইক্রোবাসযোগে যাচ্ছিলেন। এ সময় আন্দোলনকারীদের একটি পক্ষ ওই মাইক্রোবাস যাওয়ার রাস্তা তৈরি করে দেয় এবং আরেকটি পক্ষ গাড়িটি আটকে দিচ্ছিল। এ নিয়ে তাদের মধ্যে ধাকাধাক্কির ঘটনা ঘটে।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!