• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের লেনদেনের অ্যাকাউন্ট বন্ধ


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০৯:১৮ এএম
শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের লেনদেনের অ্যাকাউন্ট বন্ধ

উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আর্থিক লেনদেনের ছয়টি অ্যাকাউন্ট বন্ধের অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এসব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।  

শিক্ষার্থীরা জানান, আন্দোলনে আর্থিক জোগান নিশ্চিত করতে রকেট, নগদ, বিকাশ, ব্যাংক অ্যাকাউন্টসহ মোট ছয়টি অ্যাকাউন্ট থেকে তারা কোনো লেনদেন করতে পারছেন না। এই ফোন নম্বরগুলো থেকে কল দিতে পারছেন না এবং কোনো কল ঢুকছে না। শাবিপ্রবির যেকোনো কর্মসূচিতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা যৌথ উদ্যোগে ফান্ড তৈরি করে থাকেন। এ আন্দোলনেও সেভাবেই অর্থ সংগ্রহ চলছিল। তবে সোমবার সন্ধ্যার পর থেকে এসব নম্বরে আর কোনো লেনদেন করা যাচ্ছে না।

শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। এখন পর্যন্ত ২৮ জন শিক্ষার্থী এই অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন।

এদিকে এখন সব শিক্ষার্থী অনশনে অংশ নেবেন বলে সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!