• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

শাবিপ্রবিতে অনুষ্ঠিত হবে ‘বহুভাষিক চলচ্চিত্র উৎসব-২০২২’


শাবি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০৫:৫৪ পিএম
শাবিপ্রবিতে অনুষ্ঠিত হবে ‘বহুভাষিক চলচ্চিত্র উৎসব-২০২২’

বিশ্বের সকল ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষার মাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘চোখ ফিল্ম সোসাইটি’র উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিন ব্যাপী ‘বহুভাষিক চলচ্চিত্র উৎসব-২০২২’।

আগামী ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই তিন দিনে মোট ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

চলচ্চিত্র প্রদর্শনীর প্রথম দিন শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বাংলা ভাষায় নির্মিত ‘অজ্ঞাতনামা’ ও সন্ধ্যা ৬টায় ইংরেজি ভাষায় নির্মিত ‘সোল’ (Soul) এই দুইটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। দ্বিতীয় দিন রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ইতালীয় ভাষায় নির্মিত ‘বাইসাইকেল থিভ্স’ (Bycycle Thieves) ও সন্ধ্যা ৬ টায় কোরীয় ভাষায় নির্মিত ‘প্যারাসাইট’ (Parasite) এই দুইটি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবং শেষদিন সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় পর্তুগিজ ভাষায় নির্মিত ‘সিটি অফ গড’ (City of God) ও সন্ধ্যা ৬ টায় ফরাসি ভাষায় নির্মিত ‘অ্যা সেপারেশন’ (A Separation) এই দুইটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

চলচ্চিত্র প্রদর্শনী উপলক্ষে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় টিকেট বিক্রি করা হবে এবং প্রদর্শনীর দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামের সামনে থেকেও  টিকেট সংগ্রহ করা যাবে।

Link copied!