• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাবিতে ৩৯ জনের করোনা শনাক্ত, বন্ধ হতে পারে ক্যাম্পাস


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ১০:০১ এএম
রাবিতে ৩৯ জনের করোনা শনাক্ত, বন্ধ হতে পারে ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ৬৮ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের প্রধান চিকিৎসক তবিবুর রহমান শেখ।

তবিবুর রহমান জানান, গত দুই দিনে ৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনাগুলোর মধ্যে ৩৯টি পজিটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে হলের আইসোলেশন রুমে কোয়ারেন্টাইনে থাকতে হবে। নিয়মিত ওষুধ খেতে হবে। তবে অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে। শিক্ষার্থীরা চাইলে তার পরিবারের কাছে গিয়েও চিকিৎসা নিতে পারবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের প্রধান চিকিৎসক বলেন, “আজকে যাদের শনাক্ত হয়েছে, তাদের মোবাইলে ইতোমধ্যে মেসেজ দেওয়া হয়েছে। আমাদের নমুনা পরীক্ষা আপাতত চলতে থাকবে। কারণ, নমুনা পরীক্ষা না করলে এটা আরও বেশি ছড়াবে।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, “রাজশাহী অঞ্চলে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। সে জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি। কোনো শিক্ষার্থীর শরীর খারাপ লাগলেই যেন সে মেডিকেলে নমুনা দিতে পারে, সেই ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হলে তাকে আইসোলেশন রুমে রাখার ব্যবস্থাও রয়েছে।”

বিশ্ববিদ্যালয় বন্ধ হবে কি না জানতে চাইলে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, “বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানদের নিয়ে বৈঠক করব। এতে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!