• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভিসি অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির ৩ শিক্ষক


শাবি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২২, ০৯:৩৩ পিএম
ভিসি অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির ৩ শিক্ষক

গবেষণায় বিশেষ অবদানের জন্য ভাইস চ্যান্সেলর (ভিসি) অ্যাওয়ার্ড পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিনজন গবেষক।

পদকপ্রাপ্ত তিনজন গবেষক হলেন অ্যাপ্লাইড সায়ন্সেস অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়ন্সেস বিভাগের অধ্যাপক ড. মো. তামেজ উদ্দিন, লাইফ সায়ন্সেস ক্যাটাগরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন এবং ফিজিক্যাল সায়ন্সেস ক্যাটাগরিতে ওশেনোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত সরকার।

সোমবার (৮ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সিন্ডিকেট সভাকক্ষে পদকপ্রাপ্ত শিক্ষকদের ক্রেস্ট ও চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, “একটি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানসম্পন্ন করতে গবেষণা বৃদ্ধির বিকল্প নেই। এই লক্ষ্য অর্জনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় ১ কোটি টাকার গবেষণা বাজেট ৮ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। আগামী বছর গবেষণা বরাদ্দ ১০ কোটি টাকায় উন্নীত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা প্রত্যাশা করি ভাইস চ্যান্সলর পদক এ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের আরও উজ্জ্বীবিত করতে কার্যকরী ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, সাস্ট রিসার্চ সেন্টারের সদস্য অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান, অধ্যাপক মো. মনিরুল ইসলাম, অধ্যাপক ড. এ জেড এম মনজুর রশিদ প্রমুখ।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!