• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বসেরা গবেষকের তালিকায় বশেমুরবিপ্রবির ৭ শিক্ষক


বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১, ০৮:৫৫ এএম
বিশ্বসেরা গবেষকের তালিকায় বশেমুরবিপ্রবির ৭ শিক্ষক

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকের তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিভিন্ন বিভাগের ৭ শিক্ষক স্থান পেয়েছেন।

সম্প্রতি সংস্থাটি ২০২১ সালের গবেষণার ওপর ভিত্তি করে ২০২২ সালের জন্য বিশ্বের সেরা ১০,০০০ গবেষকদের নাম প্রকাশ করে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১,৮৪৯ জন স্থান পেয়েছেন। তবে এর আগে প্রকাশিত তালিকায় ৭৮৮ জন গবেষক তালিকায় স্থান পান। 

তালিকায় স্থান পাওয়া শিক্ষকরা হলেন কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম সোহাগ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. দীপঙ্কর কুমার, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান,  এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. নাজমুল হক, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মতিউর রহমান, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল মান্নান খান এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. মতিয়ার রহমান।

ড. মো. জাহিদুল ইসলাম সোহাগ বলেন, “আমি আমেরিকা, চায়না, জার্মানিসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে কৃষি বিষয়ে গবেষণা করে আসছি। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণার পর্যাপ্ত সুবিধা না থাকায় দেশে বসে অনেকাংশে পিছিয়ে পড়তে হয়। শিগগিরই আমেরিকায় গিয়ে আবার গবেষণার কাজ শুরু করবো।”

পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মতিউর রহমান বলেন, “গবেষণার বিষয়টি আসলেই সময়সাপেক্ষ ও চর্চার বিষয়। একনিষ্ঠ ভাবে লেগে থাকতে হয়। আশা করি বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনার মানোন্নয়ন হলে, এর প্রসার বাড়বে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব  বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন বিশ্বমানের গবেষণা করছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা আশা করছি, এটি দেখে অন্যান্য শিক্ষক উৎসাহিত হবেন।”

বিশ্বের ২১২ দেশের ১৪ হাজার ১২৪টি বিশ্ববিদ্যালয়ের সাত লক্ষাধিক বিজ্ঞানীর সাইটেশান এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। এতে সাত লাখ দশ হাজার ৬৫২ জন গবেষক স্থান পেয়েছেন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!