• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বসেরা গবেষকদের তালিকায় শাবিপ্রবি এবং নোবিপ্রবির ১২১


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২২, ০৯:১২ পিএম
বিশ্বসেরা গবেষকদের তালিকায় শাবিপ্রবি এবং নোবিপ্রবির ১২১

বিশ্বসেরা গবেষকদের তালিকায় বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের ৭ লাখ ২৯ হাজার গবেষকদের নাম প্রকাশ করেছে অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২২। এর মধ্যে রয়েছেন বাংলাদেশের ২ হাজার ৭৭১ জন গবেষক। তাদের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১২১ জন শিক্ষক-শিক্ষার্থী রয়েছেন। রোববার (২৪ এপ্রিল) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।

শাবিপ্রবি

এডির সায়েন্টিফিক র‌্যাংকিংয়ে বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন শাবিপ্রবির ৮৫ জন শিক্ষক-শিক্ষার্থী। তালিকায় শাবিপ্রবির গবেষকদের মধ্যে প্রথম ও বাংলাদেশের মধ্যে ৩৬ তম হয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, দ্বিতীয় হয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. নুরশাদ আলী, তৃতীয় স্থানে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাসনাত, চতুর্থ স্থানে রয়েছেন সিইপি বিভাগের অধ্যাপক ড. মো. তামেজ উদ্দিন ও পঞ্চম স্থানে রয়েছেন সিইপি বিভাগের অধ্যাপক ড. আবু ইউসুফ।

তালিকায় শাবিপ্রবিতে শীর্ষে থাকা অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম বলেন, “আমি গবেষণার দিকে দিয়ে একটু সক্রিয় থাকায় বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথমে আমার নাম এসেছে। এটা সত্যিই ভালো লাগার বিষয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার সুযোগ দিনদিন বাড়ছে। আমি চাই সবাই গবেষণার দিকে একটু মনোনিবেশ করুক। যারা গবেষণা করেন না, তারা পড়াশোনায় ব্যস্ত থাকেন না। গবেষণার মাধ্যমে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। এতে শিক্ষার্থীদের মধ্যে নতুন নতুন জ্ঞান প্রদান করা যায়।

নোবিপ্রবি

বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন নোবিপ্রবির ৩৬ জন গবেষক। এদের মধ্যে ৩৫ জন শিক্ষক ও একজন শিক্ষার্থী রয়েছেন।

শিক্ষকদের মধ্যে ফার্মেসি বিভাগের ৮, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ৬, এসিসিই বিভাগের ৫, অণুজীববিজ্ঞান, ইএসডিএম, বিজিই ও কৃষি বিভাগের দুইজন করে, ওশেনোগ্রাফি, ইইই, ব্যবসায় প্রশাসন, ফলিত গণিত, সিএসটিই, আইআইএসের, বিএমবি, আইসিই বিভাগের একজন করে রয়েছেন। এছাড়াও তালিকায় ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের একজন স্নাতকোত্তর শিক্ষার্থীও রয়েছেন।

এডি সায়েন্টিফিক ইনডেক্সে গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের গত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ওপর ভিত্তি করে এ র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে।
 

Link copied!