• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বসেরা গবেষকদের তালিকায় জাককানইবির ২ শিক্ষক


জাককানইবি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০৭:১৭ পিএম
বিশ্বসেরা গবেষকদের তালিকায় জাককানইবির ২ শিক্ষক

বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক।

সম্প্রতি বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত আন্তর্জাতিক সংস্থা অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স ২০২১ ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় স্থান পেয়েছেন তারা।

এ তালিকায় জাককানইবি গবেষকদের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মিজানুর রহমান। বাংলাদেশের গবেষকদের মধ্যে তিনি ১৩৬০তম। কাজ করেছেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নিয়ে। 

অন্যজন হলেন পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামান খান। তিনি বাংলাদেশের গবেষকদের মধ্যে ১৫১তম। কাজ করেছেন মেডিক্যাল অ্যান্ড হেলথ সায়েন্স নিয়ে। 

র‍্যাংকিংয়ে ১২ ক্যাটাগরিতে বিশ্বের ২০৬ দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৭ লাখ ৮ হাজার ৫৬১ গবেষক স্থান পেয়েছেন। 

সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের গত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিংটি প্রকাশ করেছে।

এই র‌্যাংকিং করার ক্ষেত্রে বিশ্বের ৭ লাখ ৯ হাজার ৩৮৯ জন, এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ১ লাখ ৫৩ হাজার ২৭৩ জন, বাংলাদেশের ১৭৯৪ জন গবেষকের সংশ্লিষ্ট বিষয়ে চলতি বছরসহ গত ৫ বছরের সাইটেশন আমলে নেওয়া হয়।


 

Link copied!