• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সাশ্রয়ের পরামর্শ ইউজিসির


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২২, ০৭:৩৯ পিএম
বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সাশ্রয়ের পরামর্শ ইউজিসির

সারাদেশে বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় সরকারের নেওয়া নির্দেশনা অনুযায়ী সকল বিশ্ববিদ্যালয়কে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

মঙ্গলবার (১৯ জুলাই) অনুষ্ঠিত সমন্বয় সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর এ আহ্বান জানান।

অধ্যাপক আলমগীর বলেন, অপ্রয়োজনে লাইট, ফ্যান ও এসি ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

এছাড়া দেশের বিশ্ববিদ্যালয়গুলো নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে গবেষণা পরিচালনার আহ্বানও জানান তিনি।

কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর চলমান প্রকল্প নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিশনের সচিব ড. ফেরদৌস জামান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. দুর্গা রানী সরকার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!