‘বাংলাদেশের নাম বঙ্গবন্ধু রাখলেও তার ঋণ শোধ হতো না’


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ০৮:২৭ পিএম
‘বাংলাদেশের নাম বঙ্গবন্ধু রাখলেও তার ঋণ শোধ হতো না’

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) যথাযোগ্য মর্যাদা ও নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। 

কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন খতম, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার পরিবেশনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। 

দিবসটি উপলক্ষে রোববার (১৫ আগস্ট) সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে একটি শোক পদযাত্রা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু ভাস্কর্য’-এ গিয়ে শেষ হয়। 

বঙ্গবন্ধুকে স্মরণ করে প্রথমে উপাচার্য ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধার্ঘ্য নিবেদন কর্মসূচিতে আরও অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু নীল দল, কর্মকর্তা পরিষদ, কর্মচারী সমিতি, ডিন, হল প্রশাসন, কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল, জাককানইবি শাখা ছাত্রলীগ, সাংবাদিক সমিতি, প্রেসক্লাবসহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. সাহাবউদ্দিন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, কর্মকর্তা পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মাহমুদুল আহসান লিমনসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী সমিতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে শিক্ষার্থীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সেই আলোচনা সভায়  উপাচার্য এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, “জাতির পিতা না থাকলে আমরা স্বাধীনতার স্বাদ পেতাম না। তার নেতৃত্বেই আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি।” এ সময়ে তিনি আরও বলেন, “স্বাধীনতা অর্জনে তার অবদান এতই যে বাংলাদেশের নাম বঙ্গবন্ধু রাখলেও তার ঋণ শোধ হতো না।”

শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাস শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এরপরে দিবসটিকে কেন্দ্র করে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

Link copied!