• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বশেমুরবিপ্রবিতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আদালতে চার্জশিট দাখিল


বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২২, ১১:২২ এএম
বশেমুরবিপ্রবিতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আদালতে চার্জশিট দাখিল

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শীতল পাল দায়রা জজ আদালতে এ চার্জশিট দাখিল করেন। এতে অভিযুক্ত সবাইকে অন্তর্ভুক্ত করা হয়। তারা হলেন ইমন, হেলাল, প্রদীপ, নাহিদ, তুর্য, পিয়াস, জীবন ও ফরিদ। তারা সবাই গোপালগঞ্জ সদরের নবীনবাগ এলাকা ও এর আশপাশের বাসিন্দা।

এ বিষয়ে শীতল পাল বলেন, “আটজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট পাঠানো হয়েছে। এই আটজনের মধ্যে ৫ জন সরাসরি ধর্ষণের সঙ্গে জড়িত এবং বাকি ৩ জন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এদের দুজনের ডিএনএ ম্যাচ করেছে।”

গত ২৩ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগী শিক্ষার্থীকে একটি ভবনে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেন অভিযুক্তরা। পরে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ২৫ ফেব্রুয়ারি রাতে সদর দপ্তর গোয়েন্দা শাখার সহায়তায় র‌্যাব-৮-এর সদস্যরা গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
 

Link copied!