• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বন্যার্তদের পুনর্বাসনে শাবি প্রেসক্লাব


শাবি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২২, ০৬:০২ পিএম
বন্যার্তদের পুনর্বাসনে শাবি প্রেসক্লাব

সাম্প্রতিক সময়ে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেটের লাখো মানুষ। বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসন নিয়ে তাদের বেগ পোহাতে হচ্ছে। এসব ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা দিতে পাশে দাঁড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন ‘শাবি প্রেসক্লাব’।

শুক্রবার (২৬ আগস্ট) কোম্পানিগঞ্জ উপজেলার ৩নং ইউনিয়নের চাটিবহর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ দুইটি পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় পুনর্বাসন সহায়তা হিসেবে ঢেউটিন, কাঠ, পেরেকসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।

এ বিষয়ে শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, “আমরা সবসময় সাংবাদিকদের অধিকার সংরক্ষণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সংকট, সম্ভাবনাগুলোকে মানুষের কাছে তুলে ধরে থাকি। পাশাপাশি বিভিন্ন দূর্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হয়েছে। আগামীতেও শাবি প্রেসক্লাবের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।”

সহায়তা সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুল হাসান, কোষাধ্যক্ষ হাসান নাঈম, সদস্য রাহাত হাসান মিশকাত ও শাবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদির প্রমুখ।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!