নোয়াখালীর মাইজদী হাউজিং খেলার মাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে টিম অ্যাসট্রেজেনেকাকে ২-১ গোলে হারিয়েছে টিম মর্ডানা।
বুধবার (১৮ আগস্ট) বিকালে বৃষ্টিকে উপেক্ষা করে মর্ডানা (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফুটবল টিম) ও অ্যাসট্রেজেনেকার ( ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল টিম) মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হয়। এতে উভয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
খেলার শুরুতেই রেনের ফ্রি কিক গোলে এগিয়ে যায় অ্যাসট্রেজেনেকা। এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে তারা। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে উঠে টিম মর্ডানা। দ্বিতীয়ার্ধে নাইম দ্বীপের গোলে খেলায় সমতায় আনে দলটি। খেলার একেবারে শেষ সময়ে আত্মঘাতী গোলে ২-১ এ জয় লাভ করে নোবিপ্রবি শিক্ষার্থীদের মর্ডানা।
বিজয়ী মর্ডানার অধিনায়ক ও খেলাটির আয়োজক বায়েজীদ বোস্তামী রাকিব বলেন, “এই মহামারীকালে যেন ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি না কাজ করে। সেটা দূর করার জন্য তারা এই ম্যাচটি আয়োজন করা হয়। ঢাবি শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই তারা আমাদের ডাকে সাড়া দিয়ে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেছেন।”
করোনাভাইরাস নিয়ে সচেতনতা বাড়ানো ও টিকা নেওয়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এই ফুটবল ম্যাচ আয়োজন করা হয়।