নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) চতুর্থ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছে দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আব্দুল কবীর ফারহান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমার সংবাদের প্রতিনিধি মাইনুদ্দিন পাঠান।
বুধবার (২৩ মার্চ) রাতে চূড়ান্ত ফল প্রকাশ করে নির্বাচন কমিশন। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনের ২০১ নম্বর কক্ষে সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি দৈনিক কালজয়ীর রিপন চন্দ্র শীল, যুগ্ম সাধারণ সম্পাদক ডেইলি আওয়ার টাইমের সাবিহা তাসমীম, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মানবজমিনের এস জে আরাফাত, কোষাধ্যক্ষ বাংলাদেশ টুডের নুমান রাশেদ, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক বাংলাদেশ পোস্টের এস আহমেদ ফাহিম এবং কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাভিশন ডিজিটালের ফজলে এলাহী ফুয়াদ ও দৈনিক মানবকণ্ঠের মো. ফাহাদ হোসেন।
নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. রুবেল মিয়া, সহকারী প্রক্টর ও এমআইএস বিভাগের সহকারী অধ্যাপক মো. আল আমিন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন নোবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা ও নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। নির্বাচনে দায়িত্বপালনরত অন্য নির্বাচন কমিশনার ছিলেন অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।
নবনির্বাচিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।