সদ্য বিলুপ্ত হওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক পদে ৪১২ জন পদপ্রত্যাশী নেতা কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে জীবনবৃত্তান্ত প্রদান করেছেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সহসম্পাদক সৈয়দ ফয়সাল হাসান।
শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে ৫টা পর্যন্ত নোবিপ্রবির কেন্দ্রীয় অডিটরিয়ামে সিভি গ্রহণ করেন বাংলাদেশ ছাত্রলীগের উপক্রীড়া সম্পাদক শরীফ বায়েজীদ ইবনে মাহমুদ কোতোয়াল, উপ-আন্তর্জাতিক সম্পাদক এস এম মাহবুবুর রহমান সালেহী, সহ-সম্পাদক সৈয়দ ফয়সাল হাসান।
গত ২২ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেই সঙ্গে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নোবিপ্রবি ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।