• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাবি ছাত্র ফ্রন্টের নতুন কমিটি ঘোষণা


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০৯:৩০ পিএম
জাবি ছাত্র ফ্রন্টের নতুন কমিটি ঘোষণা

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০তম কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদকে সভাপতি এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী কনোজ কান্তি রায়কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) সংগঠনটির দপ্তর সম্পাদক আমিরুল আবেদিন আকাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের আমিরুল আবেদিন আকাশ, অর্থ সম্পাদক নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মিনহাজুল ইসলাম পলক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) তানভীর আহমেদ কল্লোল স্কুল সম্পাদক সরকার ও রাজনীতি বিভাগের সবুজ কুমার জোয়ার্দার, পাঠাগার সম্পাদক নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ইশতিয়াক আহমেদ সজীব, সহ-সম্পাদক প্রত্নতত্ত্ব বিভাগের সম্পদ অয়ন মারাণ্ডি।

এছাড়া সদস্য পদে মনোনীত হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের মশিউর রহমান কাদের এবং সরকার ও রাজনীতি বিভাগের শারমিন আক্তার।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, কেন্দ্রীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুক্তা বাড়ৈ ও বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শোভন রহমান প্রমুখ।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!