• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

জাবিতে ‘বঙ্গবন্ধু আল-বেরুনী হল প্রিমিয়ার লিগ’ শুরু


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৮:৪৯ এএম
জাবিতে ‘বঙ্গবন্ধু আল-বেরুনী হল প্রিমিয়ার লিগ’ শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘বঙ্গবন্ধু আল-বেরুনী হল প্রিমিয়ার লিগের’ অষ্টম সিজন শুরু হয়েছে। হলের ৪৬তম আবর্তনের শিক্ষার্থীদের উদ্যোগে এ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

বুধবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের মাঠে হলের প্রাধ্যক্ষ ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আশরাফুল আলম এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তৃতায় মো. আশরাফুল আলম বলেন, “খেলাধুলা শরীর মন ও স্বাস্থ্যকে ভালো রাখে। তাই শিক্ষার্থীদের এমন আয়োজনকে সাধুবাদ জানাই। সেই সঙ্গে এমন আয়োজন যেন নিয়মিত হয় সে জন্য শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি।”

এ সময় ৪৬তম আবর্তনের শিক্ষার্থী সোহেল রানার সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, হল ছাত্রলীগ নেতা এনামুল হক, মাহমুদুল হাসান স্বরণ ও শাহরিয়ার কবির অনিক প্রমুখ।

আয়োজকরা বলেন, “গত আট বছর ধরে এ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার আমরা ৪৬তম আবর্তন এ টুর্নামেন্টের আয়োজন করেছি। আশা করি, এ টুর্নামেন্টের মাধ্যমে হলের সকল শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব ও সুন্দর সম্পর্ক বজায় থাকবে।”

এছাড়া আরও উপস্থিত ছিলেন আল-বেরুনী হল ছাত্রলীগের আসিফ মাহ্দী আবির, চিন্ময় সরকার, ইমরান আহমেদ ও পরশ শাহাসহ বিভিন্ন ব্যাচের অর্ধশতাধিক নেতা-কর্মী।

Link copied!