• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

জাবিতে প্রথম বর্ষের সশরীরে ক্লাস শুরু ২৩ মে


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২২, ০৬:১৬ পিএম
জাবিতে প্রথম বর্ষের সশরীরে ক্লাস শুরু ২৩ মে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচের) শিক্ষার্থীদের সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২৩ মে থেকে তাদের সশরীরে ক্লাস শুরু হবে।

রোববার (২৪ এপ্রিল) দুপুরে হল প্রাধ্যক্ষদের নিয়ে আসন বণ্টন সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবুর রহমান।

মুজিবুর রহমান বলেন, “৫০তম ব্যাচ শুরু থেকেই অনলাইন ক্লাস করে আসছে। ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে ১৭-২২ মে পর্যন্ত আবারও তাদের অনলাইনে ক্লাস হবে। এরপর ২৩ মে থেকে তারা সশরীরে ক্লাস করতে পারবে।”

শিক্ষার্থীরা ঢাকা ও তার আশেপাশে থেকে সশরীরে ক্লাসে অংশ নেবে, তাদের যাতায়াতে বিশেষ বাসের ব্যবস্থা করা হবে তিনি উল্লেখ করেন।

মুজিবুর রহমান আরও বলেন, “এরপরও কোনো শিক্ষার্থীর যদি বাইরে থাকার ব্যবস্থা না থাকে তাহলে সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষের সুপারিশে তাদের হলে থাকার ব্যবস্থা করা হবে। নতুন দুটি হল শিগগিরই উদ্বোধন করা হবে। এরপর তাদের হলে রাখার ব্যবস্থা করা হবে।”

গত ৪ মার্চ ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়। এরপর ৯ মার্চ থেকে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস শুরু হয়।
 

Link copied!