• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

জবি ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে রবিউল-রাফসান


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২, ০৯:২৭ এএম
জবি ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে রবিউল-রাফসান

দীর্ঘ ১৬ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের প্রতিষ্ঠা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম রবি এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী রাফসান শরীফ ইমন ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টা ও শিক্ষকমণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সহসভাপতি হয়েছেন ইমদাদ তালুকদার, জাকির হাবিব, জারীর যোবায়ের, মো. নেসার উদ্দীন, হাবিব আহমেদ, মাহবুব আলম, নাফিউল আলম, মো শোয়াইব এবং আকিদ আল যোবায়ের।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আবু সুফিয়ান, সানাউল্লাহ সাজিদ, রাফসান জানী খান, এম এইচ তানভীর, মেজবা উদ্দিন মিশন, শাহিদুজ্জামান সজিব, রাকিব ও সম্রাট আদনান।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে তুর্য দেবনাথ, সুমিত দত্ত, আরিফ, সালাউদ্দিন মুন্না, আল আমিন শুভ, জি এম শাহিন এবং রাকিবকে।

এছাড়া প্রচার সম্পাদক পদে সাইফুল ইসলাম সোলাইমান, দপ্তর সম্পাদক পদে বনি ইয়ামিন রাফি, ছাত্রীবিষয়ক সম্পাদক মরিয়ম জাহান মিতু, উপছাত্রীবিষয়ক সম্পাদক কানিজ তামান্না, আইনবিষয়ক সম্পাদক আরিফুর রহমান আরিফ, ছাত্রবিষয়ক সম্পাদক শাহিন আলম প্রিন্স, আপ্যায়নবিষয়ক সম্পাদক সাজনিন আক্তার সাবিহা এবং উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক আয়শা সিদ্দিকা সানজিদা দেওয়া হয়েছে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!