• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ০৮:২৯ এএম
ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর শ্লীলতাহানি এবং একজন শিক্ষার্থীকে আটকের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা একটি বাস ভাঙচুর করেন।

বুধবার (১৭ নভেম্বর) আটক থাকা শিক্ষার্থীর মুক্তির দাবিতে সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাঁখারী বাজার মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানি এবং বাসের হাফ ভাড়া না নেওয়ায় প্রতিবাদ করতে গেলে বিহঙ্গ বাসের হেলপারের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীর সংঘর্ষ বাধে। এ সময় কর্তব্যরত এসআই নাহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৯-২০ সেশনের ফাহিম নামের এক শিক্ষার্থীকে মারধর ও লাথি মেরে হ্যান্ডক্যাপ পরিয়ে কোতোয়ালি থানায় নিয়ে যান।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করে বলেন, বাসের মালিক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফুল ইসলাম। তার ভাই বিশ্ববিদ্যালয় পুলিশ বক্সের ইনচার্জ। তার নেতৃত্বেই পুলিশ হামলা চালায়। এতে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে।

সদরঘাট পুলিশ বক্সের দায়িত্বে থাকা এসআই নাহিদুল ইসলাম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাইরের একটা ছেলেকে ধরে নিয়ে এসে চাঁদার জন্য মারছিল। তখন বিহঙ্গ পরিবহনের কামাল গিয়ে ঘটনার ব্যাপারে জানতে চায়। তখন কামালকে তুই কে বলে মারা শুরু করে ওই শিক্ষার্থীরা। আমি এখন কামালকে নিয়ে হাসপাতালে আছি।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!