• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

চাকরি স্থায়ীকরণের দাবিতে উপাচার্যের কার্যালয় অবরোধ


ইবি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২২, ০৯:৩৭ পিএম
চাকরি স্থায়ীকরণের দাবিতে উপাচার্যের কার্যালয় অবরোধ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করেছে বিভিন্ন দপ্তর ও বিভাগে দৈনিক মুজুরি ভিত্তিতে কর্মরত ডে-লেবাররা।

শনিবার (৬ আগস্ট) বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তারা উপাচার্য ও রেজিস্ট্রারের কার্যালয় অবরোধ করে আন্দোলন করেন।

আন্দোলনকারীরা বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্নভাবে নির্যাতিত। এই বিশ্ববিদ্যালয়ে আমরা ১০/১৫ বছর ধরে শ্রম দিচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ২ বছর ধরে ঘুরাচ্ছে। কিন্তু আমাদের স্থায়ী নিয়োগ না দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বাইরের লোক নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা ভিসি মহোদয়কে বলেছি বিকল্প ব্যবস্থা না করে এখান থেকে আমাদেরকে বিতাড়িত করবেন না।”

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন আন্দোলনরত অস্থায়ী কর্মচারীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরেফীনসহ বসে রোববার (৭ আগস্ট) সিদ্ধান্ত নিবেন বলে জানান।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে দৈনিক মজুরির ভিত্তিতে শতাধিক কর্মচারী কাজ করেন। তাদের বেশিরভাগই সাবেক ছাত্রলীগ নেতাকর্মী। এসব কর্মচারীরা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ শুরু করলেও পরবর্তীতে চাকরি স্থায়ীকরণের দাবি করে আসছেন।

Link copied!