• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল ঢাবি শিক্ষার্থীর 


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৫:৪৪ পিএম
চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল ঢাবি শিক্ষার্থীর 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থী (২০১৯-২০ শিক্ষাবর্ষ) চলন্ত ট্রেন থেকে পড়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান এবং ওই শিক্ষার্থীর চাচা ফরহাদ হোসেন। 

ঢাবি শিক্ষার্থীর নাম মাহাবুব আদর। তিনি বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী।

তার চাচা ফরহাদ বলেন, “মাহাবুব ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় পাবনার পাকশি সেতুতে এ দুর্ঘটনা ঘটে। ভাতিজা জানালা দিয়ে মাথা বের করে ছিল। একপর্যায়ে সেতুর লোহা রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। চলন্ত ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ যায়।” 

হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান বলেন, “মাহাবুবের পরিবারের সঙ্গে যোগাযোগ করছি। আমরা মুহসীন হল পরিবার এ ঘটনায় খুবই মর্মাহত।”

মাহাবুবের বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সদর ইউনিয়নে। তিন সদস্যের পরিবারে তিনি একমাত্র সন্তান। তার বাবার নাম মো. হান্নান মিঠু। ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী এবং মেধাবী ছিলেন আদর। জয়পুরহাট আর বি সরকারি উচ্চবিদ্যালয়ে এবং ঢাকার মাইলস্টোন কলেজে তিনি পড়েছেন। ২০১৯ সালে ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ার সুযোগ হয় তার।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!