• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০,

চবিতে ছাত্রলীগের প্রতিবাদ মিছিল


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১, ০৭:৪৫ পিএম
চবিতে ছাত্রলীগের প্রতিবাদ মিছিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শোক দিবসের বঙ্গবন্ধুর ছবিওয়ালা পোস্টার ছিড়া এবং দেশরত্ন শেখ হাসিনা বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে আলোচনায় সভায় বক্তারা বলেন, বিগত কিছুদিন ধরে বিভিন্ন গণমাধ্যমসহ সারা দেশের বিভিন্ন জায়গায় দেশ বিরোধী ষড়যন্ত্র এবং দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে বিভন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারই অংশ হিসেবে  ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চবি ছাত্রলীগের লাগানো পোস্টার ছিঁড়ে ফেলে এবং বিদেশের মাটিতে বসে তারেক জিয়া ও সাংবাদিক ইলিয়াস এবং দেশে আমান উল্লা আমান ও নুরু গংরা সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই বিষয়ে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, হঠাৎ করে জঙ্গি মদদদাতা বিএনপির নেতা-কর্মীদের আস্ফালন সহজ কিংবা সাধারণ ঘটনা নয়, এটি তাদের পরিকল্পিত এবং তারা বিদেশিদের সহযোগিতা এবং অর্থায়িত হয়ে দেশের শান্তি এবং উন্নয়ন কর্মকাণ্ডকে  বিনষ্ট করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা বরাবরের মতোই এই কুলাঙ্গারদের মোকাবিলায় সর্বদা প্রস্তুত আছি৷ শত্রু যত শক্তিশালীই হোক আমরা তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে পিছপা হবো না।

এই সময় চবি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুমন নাসির, ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল নাহিয়ান রাফি, নাজমুল এইস সানি, পাপন খান, সাদাফ খান, কনক সরকার, তায়েফ, ফজলে রাব্বি, ইখলাস, ইমরান সহ প্রায় দুই শতাধিক নেতা কর্মী৷ 

Link copied!