• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

কুবিতে রেজিস্ট্রার বিরোধী আন্দোলন অব্যাহত


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ০৮:৩১ পিএম
কুবিতে রেজিস্ট্রার বিরোধী আন্দোলন অব্যাহত

টানা দ্বিতীয় দিনের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরের অপসারণের দাবিতে আন্দোলন চলছে। বুধবার সন্ধ্যায় রেজিস্ট্রার দপ্তরে আন্দোলনকারীদের ঝুলানো তালা বৃহস্পতিবারও খোলা হয়নি।

দুপুরে রেজিস্ট্রার দপ্তরের সামনে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের জড়ো হয়ে ‘এক দফা এক দাবি, রেজিস্ট্রারের পদত্যাগ চাই’, ‘রেজিস্ট্রারের পদত্যাগ, দিতে হবে দিয়ে দাও’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় অফিসার্স এসোসিয়েশন, তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতি, কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তারা বলেন, “আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাব।”

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, বর্তমান রেজিস্ট্রার তার নিজ ফিরে গেলেই তো ঝামেলা মিটে যায়। সরকার উনাকে নিয়োগ দিয়েছেন অধ্যাপনার জন্য কিন্তু দায়িত্ব পালন করছেন কর্মকর্তার যা সরকারের অর্থের অপচয়।

এ বিষয়ে কুবি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

কুবি রেজিস্ট্রারের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি বঞ্চিত করা, জামাত-শিবির পন্থীদের সুবিধা প্রদান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগে দুর্নীতিসহ নানা অভিযোগ তুলে রেজিস্ট্রারকে অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কর্মচারীরা বুধবার থেকে প্রশাসনিক ভবনে আন্দোলন করছেন।

Link copied!