• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘কানওয়ালা ছবি নয়, বায়োমেট্রিক পদ্ধতিতে সব হয়’ দাবিতে মানববন্ধন


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৮:১০ পিএম
‘কানওয়ালা ছবি নয়, বায়োমেট্রিক পদ্ধতিতে সব হয়’ দাবিতে মানববন্ধন

নারী শিক্ষার্থীদের হিজাব-নিকাব পরিহিত অবস্থায় সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)। বুধবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে ‘কানওয়ালা ছবি নয়, বায়োমেট্রিক পদ্ধতিতে সব হয়’ এমন স্লোগান সম্বলিত ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ছবির পরিবর্তে বায়োমেট্রিক ব্যবহারের দাবি জানিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনে বলেন, “যারা হিজাব রেখে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তাদের জন্য বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা উচিত। প্রত্যেকেরই ধর্ম পালন করার অধিকার রয়েছে। আর কেউ হিজাব পড়ে আসলে তাতে অন্য ধর্মকেও আঘাত দেওয়া হয় না। এ বিষয়ে প্রশাসনকে নজর দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

মানববন্ধনে অংশ নিয়ে সানজিদা আলী সানবি নামের একজন বলেন, “বায়োমেট্রিক পদ্ধতিতে আরও নির্ভুলভাবে যাচাই পদ্ধতির ব্যবস্থা থাকা সত্ত্বেও ধর্মীয় অনুভুতিতে আঘাত আনে, এ রকম ব্যবস্থা না এনে বায়োমেট্রিক ব্যবস্থা গ্রহণ করা উচিত।”

আরেক শিক্ষার্থী দিদারুল আলম নামের একজন বলেন, “যেসব মেয়েরা হিজাব-নিকাব মেইনটেইন করে তাদের কান খুলতে বাধ্য করাটা উচিত নয়। বরং ছবির পরিবর্তে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করাই যুগোপযোগী এবং নিরাপদ। হিজাব-নিকাব মুসলিম নারীদের ধর্মীয় অধিকার।”

ছবি ব্যবহার না করে বিকল্প বায়োমেট্রিক শনাক্তকরণ পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র তৈরির পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে ৬ মার্চ রুল দিয়েছেন হাইকোর্ট। এক নারীর রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এ রুল জারি করেন। এরপর থেকেই ছবির পরিরর্তে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের দাবি জোরালো হচ্ছে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!