কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি খুলে দেওয়ার দাবি


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০৬:৩৬ পিএম
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি খুলে দেওয়ার দাবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষা কার্যক্রম চলছে। ১ সেপ্টেম্বর (বুধবার) থেকে শুরু হয়েছে পরীক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সশরীরে পরীক্ষা নিলেও, বন্ধ রয়েছে কেন্দ্রীয় গ্ৰন্থাগার। এতে দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ডিপার্টমেন্টে পাঠ্যক্রমভুক্ত অধিকাংশ বই বিদেশি লেখকদের। এগুলো বাজারে তেমন সহজলভ্য নয়। তাই পড়াশোনার জন্য শিক্ষার্থীদের কেন্দ্রীয় গ্ৰন্থাগারের সাহায্য নিতে হয়। অথচ পরীক্ষাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লাইব্রেরি খোলার অনুমতি না দেওয়ায় বেকায়দায় পড়েছেন শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অবিলম্বে লাইব্রেরি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. রাকিব হাসান বলেন, “সশরীরে পরীক্ষা নিতে পারলে লাইব্রেরি কেন খুলে দেওয়া যাবে না? এটি শিক্ষার্থীদের সঙ্গে এক প্রকার তামাশা ছাড়া আর কিছু নয়।”

উক্ত বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী জান্নাতি ইসলাম বলেন, “প্রতিটি বিষয়ে পরীক্ষা প্রস্তুতির জন্য একাধিক লেখকের বই পড়তে হয়। একজন শিক্ষার্থীর পক্ষে এতগুলো বই কেনা সম্ভব নয়। অথচ পরীক্ষাকালীন সময়ে লাইব্রেরি বন্ধ থাকায় আমাদের দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত অবিলম্বে লাইব্রেরি খুলে দেওয়া।”

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে লাইব্রেরি খুলে দেওয়া সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হুমায়ুন কবির বলেন, “শিক্ষার্থীদের দাবির বিষয়টি আমরা বিবেচনা করছি। পরীক্ষাকালীন সময়ে সীমিত আকারে লাইব্রেরি খোলা রাখার ব্যাপারে শিগগিরই ঘোষণা আসবে।”

Link copied!