• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ওয়েবমেট্রিক্স র‌্যাঙ্কিংয়ে দেশে ষষ্ঠ অবস্থানে জাবি


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৩:৩৫ পিএম
ওয়েবমেট্রিক্স র‌্যাঙ্কিংয়ে দেশে ষষ্ঠ অবস্থানে জাবি

স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ‘ওয়েবমেট্রিক্স’ জরিপে দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ২৪১৬তম। 

সম্প্রতি প্রকাশিত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ‘ওয়েবমেট্রিক্সের’ জানুয়ারি ২০২২ সংস্করণে এ তথ্য জানানো হয়েছে।

এই তালিকায় দেশের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এর অবস্থান ১৫৮৯। এরপর শীর্ষ দুই এবং তিনে রয়েছে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ঢাবি ও শাবিপ্রবির অবস্থান ১৬৬৮ ও ১৮১৫তম। চতুর্থ অবস্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এর অবস্থান ২০৫৬তম। পঞ্চম অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এর অবস্থান ২০৭৬তম।  

এই সংস্করণে বাংলাদেশের ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে পাবলিক ও প্রাইভেট কলেজ-বিশ্ববিদ্যালয় ছাড়াও পাঁচটি সরকারি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

ওয়েবমেট্রিক্সে জানুয়ারি ২০২২ সংস্করণে বিশ্বসেরা তালিকার শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয়। বিশ্বের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯টিই মার্কিন যুক্তরাষ্ট্রের। র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, তৃতীয় ম্যাচাচুচেস্ট ইনস্টিটিউট অব টেকনোলজি, চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলে ও ইউনিভার্সিটি অব অক্সফোর্ড। এছাড়া তালিকার শীর্ষ দশের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগান, সপ্তম স্থানে ইউনিভার্সিটি অব ওয়াশিংটন, অষ্টম স্থানে কর্নেল ইউনিভার্সিটি, নবম ও দশম অবস্থানে আছে কলম্বিয়া ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্র ও জনস হকিনস ইউনিভার্সিটি।

মাদ্রিদ ভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স ২০০৪ সাল থেকে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর এই র‍্যাঙ্কিং করে আসছে। র‍্যাঙ্কিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে প্রতিষ্ঠানটি।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!