• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবারও হচ্ছে না পিইসি-ইবতেদায়ি পরীক্ষা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ১১:৫৩ পিএম
এবারও হচ্ছে না পিইসি-ইবতেদায়ি পরীক্ষা

চলতি বছরের পঞ্চম শ্রেণির সমাপনী (পিইসি) ও মাদ্রাসা শিক্ষা সমাপনী (ইবতেদায়ি) পরীক্ষা বাতিলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৭ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পরীক্ষা বাতিলের প্রস্তাবের অনুমোদন দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এই সপ্তাহে ঘোষণা দেওয়া হতে পারে।

গত ৭ অক্টোবর চলতি বছরের পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিল করতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেই প্রস্তাবেই অনুমোদন দেন প্রধানমন্ত্রী।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানায়, মহামারি করোনাভাইরাসের কারণে দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। সংক্রমণ কমে যাওয়ায় শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের নির্ধারিত সিলেবাস শেষ করা সম্ভব হয়নি। গত তিন মাস ক্লাসে সংক্ষিপ্ত সিলেবাস পড়ানো হয়। প্রতিদিন ৩টি বিষয়ে ৬দিন করে ক্লাস করছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। স্বল্প সময়ে সিলেবাস শেষ করা সম্ভব ছিল না।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিলে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তা  মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
 
প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন আয়োজন করা হবে। 
 
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, "অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল হওয়ায় বর্তমানে পঞ্চম শ্রেণির পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা নেওয়া কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা হিসেবে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। তিনি সম্মতি দিলে পরীক্ষা বাতিল করা হবে।"
 
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আমরা কাউকে অটোপাস দিতে চাই না, ন্যূনতম পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে শিক্ষার্থীদের সার্টিফিকেট দিতে চাই। পঞ্চম শ্রেণির পাবলিক পরীক্ষা না নিলেও সিলেবাস শেষ হলে নিজ নিজ ক্লাসে সাময়িক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেট নিয়ে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হবে।"

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!