ইবির ৭৩ ছাত্রী সাইবার বুলিংয়ের শিকার


কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ০৮:৫০ পিএম
ইবির ৭৩ ছাত্রী সাইবার বুলিংয়ের শিকার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৭৩ জন ছাত্রী সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২০ আগস্ট) রাতে একটি ফেসবুক পেজ থেকে আপত্তিকর ক্যাপশন জুড়ে ছাত্রীদের ছবি প্রকাশ করা হয়। এতে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তথ্যমতে, শুক্রবার রাত ১১টার দিকে ‘ক্রাশ অ্যান্ড কনফিউশন’ নামে একটি ফেসবুক পেজে আপত্তিকর ক্যাপশন জুড়ে ৭৩ জন ছাত্রীর ছবি প্রকাশ করা হয়। ক্যাপশনে লেখা ছিল ‘ইবি কাঁপানো সকল সুন্দরী একসাথে, ইমো নাম্বার পেতে লাভ রিয়েক্ট দিয়ে সঙ্গেই থাকুন।’ পরে মুহুর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টটি ভাইরাল হয়। পরে শিক্ষার্থীদের তোপের মুখে রাত ১২টার দিকে পোস্টটি সরিয়ে ফেলা হয়। একই সঙ্গে দুঃখ প্রকাশ করে পুনরায় পোস্ট করা হয়।

জানা গেছে, পেজের ক্রিয়েটর এবং অ্যাডমিন ইবির অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিজান বিশ্বাস। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া স্থানীয় খোকসা উপজেলা ছাত্রলীগের সদস্য। তার এই কর্মকাণ্ডে বিব্রত ছাত্রলীগের নেতাকর্মীরাও।

ঘটনায় ভুক্তভোগী এক ছাত্রী বলেন, ঘুম থেকে উঠেই আমার ছবিসহ ৭০-৮০ জন মেয়ের ছবি ব্যবহার করে একটি পেজে অশ্লীল ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে হতবাক হয়ে গেছি। বিশ্ববিদ্যালয়ের পেজগুলোকে আমরা পরিবার ভাবি। সেখানেও আমাদের নিরাপত্তা না থাকলে আর কোথায় থাকবে? প্রশাসন আগেকার হয়রানির ঘটনার বিচার করেনি। এ জন্য এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

পেজটির অ্যাডমিন মিজান বিশ্বাস বলেন, অনেক দিন পেজে কিছু পোস্ট করা হয় না। তাই আমি মজা করে ওই পোস্টটি করেছিলাম। কিন্তু আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। বিষয়টি এত দূর গড়াবে আমি বুঝতে পারিনি। সবা কাছে ক্ষমাপ্রার্থী।

এর আগেও একাধিকবার সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন ইবি শিক্ষার্থীরা। গত ১১ মে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ফারুক হোসেনের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী শিক্ষার্থী হুমকির শিকার হলে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন। এ ঘটনা তদন্ত কমিটি পর্যন্তই আটকে আছে এবং প্রশাসন কার্যকরী তো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি শুনেছি। ভিসি স্যারকে জানিয়েছি। তিনি আইটি সেলে একটি নোট পাঠাতে বলেছেন, আমরা অলরেডি পাঠিয়েছি। আইডিগুলো শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!