• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আলোচনায় ছিল ‘অটো পাস’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১, ১১:৫০ এএম
আলোচনায় ছিল ‘অটো পাস’

মহামারি করোনাভাইরাসে বদলে গেছে মানুষের জীবনযাত্রা। মহামারি রোধে ঘোষিত লকডাউনসহ নানা কারণে শিক্ষা কার্যক্রমেও এসেছে পরিবর্তন। এর মধ্যে অন্যতম হলো টানা দেড় বছর পর সীমিত আকারে শিক্ষার্থীদের ক্লাসে এনে পাঠদান শুরু হয়। পাশাপাশি দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষার্থীদের দেওয়া হয়েছে অটো পাস।

পাশাপাশি ছিল নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। এভাবেই কেটেছে মহামারিতে বিপর্যস্ত শিক্ষাখাতের আরও একটি বছর।

অটো পাসের ফল প্রকাশ

মহামারি করোনাকালে পরীক্ষা ছাড়াই আগের পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০২০ সালের এইচএসসি ও সমমানের মূল্যায়নে ২০২১ সালের ৩০ জানুয়ারি ফল প্রকাশ করা হয়। এতে সবাইকে পাস করানো হয়। 

একই সঙ্গে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। 

একাত্তরে মুক্তিযুদ্ধের বছরের পর মহামারির মধ্যে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা ছাড়া সব শিক্ষার্থীকে পাস করানো হল।

এছাড়া ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল বিদায়ী বছরের ১ এপ্রিল থেকে।

কিন্তু করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। তার আগে এসএসসি পরীক্ষা হয়ে গেলেও আটকে যায় এইচএসসি পরীক্ষা।

আইনে পরীক্ষা নিয়ে ফল প্রকাশের বিধান থাকায় তা সংশোধনের প্রয়োজন হয়ে পড়ে। পরে বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই ফল প্রকাশের বিধান যুক্ত করে গত সপ্তাহে জাতীয় সংসদে আইন সংশোধন করতে হয়।

সংসদে পাস হওয়া তিনটি বিলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সই করার পর সোমবার রাতে‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০২১’ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) অ্যাক্ট-২০২১’, ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) অ্যাক্ট-২০২১’ গেজেট আকারে জারি করে সরকার।

এরপর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রস্তুত, ঘোষণা ও সনদ বিতরণের জন্য শিক্ষা বোর্ডগুলোকে ক্ষমতা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

৫৪৪ দিন পর খুলল শিক্ষাপ্রতিষ্ঠান

বিদায়ী বছরের ১২ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হয় দেশের সব স্কুল-কলেজ। এর আগে দুই দফা উদ্যোগ নিয়ে ব্যর্থ হওয়ার পর বিভিন্ন মহল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি ওঠে। 

অবশেষে ৫৪৪ দিন পর খুলে দেওয়া হয় প্রথম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজ খুলে দেওয়ার তারিখ আগেই ঘোষণা করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়, যাকে স্বাগত জানায় বিভিন্ন মহল। 

এর আগে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর দফায় দফায় ছুটি বাড়ানো হয়। প্রথম দফায় চলতি বছরের ৩১ মার্চ ও পরে ২৩ মে দ্বিতীয় দফায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার উদ্যোগ নেওয়া হয়। তবে করোনার দ্বিতীয় ঢেউ চলে আসায় তা সম্ভব হয়নি।

সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণ

চলতি বছরের এসএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয় ১৩ নভেম্বর থেকে। এ পরীক্ষা চলে ২৩ নভেম্বর পর্যন্ত। 

তবে প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু হলেও বৈশ্বিক মহামারি করোনার কারণে প্রায় দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার যথাসময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। 

বর্তমানে করোনায় আক্রান্তের হার সহনীয় মাত্রায় পৌঁছানোয় পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার দেড় ঘণ্টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশেষ তিনটি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হয়। এ বিষয়গুলোর ফলাফল মূল্যায়ন করে ফল প্রকাশ করা হয়।

এইচএসসি পরীক্ষা 

অন্যদিকে সারা দেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়। এবারের পরীক্ষায় মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষা হয় দেড় ঘণ্টায়। কোভিডের কারণে এবারের পরীক্ষা হয় সংক্ষিপ্ত সিলেবাসে। 

এছাড়া প্রথম দিন পদার্থবিজ্ঞান প্রথম পত্র, আলিমে কোরআন মাজিদ ও কারিগরিতে (ব্যবসায় ব্যবস্থাপনা) হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, হল খোলা, পরীক্ষার রুটিন প্রকাশ, বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকির প্রতিবাদ, গণপরিবহনে হাফ ভাড়া চালু, গাড়িচাপায় শিক্ষার্থী হত্যার বিচারসহ নানা দাবিতে সড়কে সরব ছিল শিক্ষার্থীরা

Link copied!