• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা শাবি ছাত্রীদের


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২, ০৯:৩৮ এএম
আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা শাবি ছাত্রীদের

তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ছাত্রীরা।

শনিবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের সামনে রাত প্রায় আড়াইটা পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় মশাল জ্বালিয়ে স্লোগান স্লোগানে প্রাধ্যক্ষের পদত্যাগের দাবি জানান আন্দোলনরত ছাত্রীরা।

ছাত্রীদের তিন দফা দাবি হল সিরাজুন্নেসা হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজা ও সহকারী প্রাধ্যক্ষদের পদত্যাগ, অবিলম্বে হলের যাবতীয় অব্যবস্থাপনা দূর করে সুস্থ-স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা এবং ছাত্রীবান্ধব ও দায়িত্বশীল প্রাধ্যক্ষ কমিটি নিয়োগ দেওয়া।

এই তিন দাবিতে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত থেকে আন্দোলন করছেন সিরাজুন্নেছা হলের ছাত্রীরা।

শুক্রবার উপাচার্যের সঙ্গে দেখা করে দাবি মেনে নেয়ার জন্য শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এরপর শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন ছাত্রীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ ওঠে।

রাতে আন্দোলনরত ছাত্রীদের সাথে কথা বলতে আসেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক আলমগীর কবির।

তারা ছাত্রীদের দাবি পর্যায়ক্রমে মেনে নেওয়ার আশ্বাস দিয়ে তাদের হলে ফিরে যাওয়ার অনুরোধ করেন। ছাত্রীরা প্রাধ্যক্ষের পদত্যাগের ঘোষণার পূর্ব পর্যন্ত হলে না গিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, “এই প্রাধ্যক্ষ হল পরিচালনার অযোগ্য। তার কাছে আমাদের অভিযোগ জানালে তিনি সমাধান না করে উল্টো দুর্ব্যবহার করেন। তার পদত্যাগ ছাড়া আমরা হলে ফিরব না।”

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম দিপু বলেন, “আমরা ছাত্রীদের সব দাবি পর্যায়ক্রমে মেনে নেওয়ার কথা জানিয়েছি। তাদের হলে ফিরে যেতেও বলেছি।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!