• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

আইসোলেশনে শিক্ষামন্ত্রী দীপু মনি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২, ০৬:৫২ পিএম
আইসোলেশনে শিক্ষামন্ত্রী দীপু মনি
ফাইল ছবি।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে আইসোলেশনে আছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আর এ কারণেই আগামীকাল সোমবারের ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি।

এদিকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে দুই হাজার ৬৫ জন এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে ৩৪ হাজার ৭৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া নিয়ে দুপুর ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।  

সংবাদ সম্মেলনে নিয়োগপ্রাপ্ত এসব শিক্ষকের মধ্যে নিয়োগপত্র দেওয়ার কথা রয়েছে শিক্ষামন্ত্রীর।  

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের গণমাধ্যমকে জানান, মন্ত্রী মহোদয়ের স্বামী করোনা পজিটিভ। এ কারণেই তিনি ভার্চ্যুয়ালি অংশ নেবেন।  

অন্যদিকে শিক্ষামন্ত্রীর স্বামী তৌফিক নেওয়াজের করোনা রিপোর্ট গতকাল শনিবার (২৯ জানুয়ারি) পজিটিভ আসায় তিনি (শিক্ষামন্ত্রী) আইসোলেশনে গেছেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!